চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া ডিসিপি হাই স্কুলের পাশে সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান গ্রীন মডেল স্কুলের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু। স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আবু তাহের মহালদার, গ্রীন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান রুবেল, সাহি খান ও ফুল মিয়া খন্দকার মায়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আকল মিয়া, আহমেদ জামাল সহ স্কুলের ভারপাপ্ত অধ্যক্ষ মোছাঃ পারভীন আক্তার, সহকারী শিক্ষক মোঃ ফয়সল আহমেদ, মোছাঃ নিপা আক্তার, মোঃ সাইফুল আহমেদ সহ সকল শ্রেনির ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
মেয়র নাজিম উদ্দিন শামসু’র মাধ্যমে শিক্ষার্থীদের ১ম সেমিস্টার পরীক্ষার নম্বরপত্র বিতরণ করা হয়। অধিকাংশ শিক্ষার্থী প্রায় ৯৭% নাম্বার পাওয়ায় সকল শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালক পরিষদ খুবই অানন্দিত।
শেষে “গ্রীন মডেল স্কুল” এর পক্ষ থেকে মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু-কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।