চুনারুঘাট প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত না থাকায় চুনারুঘাট সদর ইউনিয়নের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোঃ মিজানুর রহমান।
আগামী ২৫জুলাই চুনারুঘাট সদর ইউপির উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্রতিক (ধানের শীষ) না থাকায় নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নির্বাচন না করার এ সিদ্ধান্তে চুড়ান্তভাবে উপনীত হতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শনিবার বিকেলে নরপতি সাইয়্যেদ কুতুবুল আউলিয়া মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ শাকেরুল হাসান।
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এড. আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খায়রুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক এড. মীর সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মালেক চৌধুরী, সদর ইউপি যুবদলের সভাপতি আঃ কাইয়ূম, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শামীম, আব্দুর রউফ পাশা, সোনালী ক্লাবের সভাপতি মোঃ ঈমান আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি এমদাদুল হক বাবুল, ৩নং ওয়ার্ডের সেক্রেটারি সাদ্দাম হোসেন, ৪নং ওয়ার্ডের সেক্রেটারি মুজিবুর রহমান, হাজী আঃ মালেক, লাল মাহমুদ, শামীম মিয়া, আঃ বাতেন, যুবদল নেতা আমির আলী, রিপন মিয়া, কাজল মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।