চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
গতকাল রোববার (২০ আগস্ট) দুপুরে উপজেলার দেওরগাছ এলাকার ভাই ভাই অটো রাইসমিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবেড় এলাকার আ:বারীকের ছেলে হাফিজ মিয়া (২৮), একই গ্রামের হাসন আলীর ছেলে সোহাগ মিয়া (২৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আতিকুল আলম খন্দকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জনমত নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।