হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আলেয়া বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মোড়করি গ্রামের মোশাহিদ মিয়ার স্ত্রী।
স্বামী মোশাহিদ মিয়া জানান, স্ত্রীকে অন্য রোগের চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। পরে বেশ কিছুদিন সেখানে অবস্থান করেন তারা। এর মাঝে বাড়িতে ফেরার পর থেকেই তার জ্বর অনুভব হতে থাকে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ধরা পড়ে। রাতে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেব বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানসহ সব ডেঙ্গু রোগীকে হাসপাতালে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ জন ডেঙ্গু রয়েছে।
যাদের মধ্যে পাঁচজন হাসপাসাতালে ভর্তি রয়েছে। অধিকাংশ ডেঙ্গু রোগীই ঢাকা ফেরত বলেও জানান তিনি।