রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সোলেমান মিয়া (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই আল আমিন সহ একদল পুলিশ উপজেলার ডেউয়াতলী কালিনগর এলাকায় অভিযান চালালে এ ঘটনা ঘটে। পরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডাকাত মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার নাগরিক।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৩টার সময় উপজেলার কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাকাত দল পুলিশের উপর গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়ে । বন্দুকযুদ্ধে এসময় এক ডাকাতসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত ডাকাতকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান,ঘটনাস্থল থেকে পাঁচ-ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়ছে।