জনমত নিউজ : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চুনারুঘাট উপজেলার সর্বত্র নিরাপত্তা জোরদার করেছে চুনারুঘাট থানা-পুলিশ।
গত একসপ্তাহ ধরে আইন-শৃঙ্খলা রক্ষার্থে চুনারুঘাটে চলছে নিরাপত্তার বিশেষ অভিযান।
চুনারুঘাট থানার সুদক্ষ অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে উপজেলায় চুরি-ডাকাতি ও নাশকতা রোধ কল্পে বিভিন্ন জায়গায় পুলিশ চেকপোস্ট বসানো, সন্ধ্যার পর থেকে সারা উপজেলায় টহল সহ জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ওসি শেখ নাজমুল হক জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অনেকেই চাকরি থেকে ছুটিতে এলাকায় এসেছেন। এছাড়াও বিভিন্ন কাজে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, এজন্য আমরা সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছি, রাস্তায় রাস্তায় টহল বাড়িয়েছি। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “ঈদের আমেজকে ধরে রেখে সবাই নির্ভয়ে চলাফেরা করেন। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সারাক্ষণ নিয়োজিত।”
পরিশেষে তিনি উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।