বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন (২৫)কে গ্রেফতার করা হয়ছে।
বুধবারে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। সে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের পশ্চিম গ্রামের কদর আলীর ছেলে।
লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই সজীব দেব রায়, এএসআই মোহাম্মদ তোহা, এএসআই সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, ডাকাত আনোয়ার হোসেন একাধিক ডাকাতি মামলার আসামী। সে বেশকিছু দিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়েছে।