স্টাফ রিপোর্টার : ‘চুনারুঘাটের সবগুলো মাদক স্পট গুঁড়িয়ে দেয়া হবে’ মাদক বিরোধী অভিযানের ব্যাপারে এ কথা জানান চুনারুঘাট থানার চৌকস অফিসার ইনচার্জ শেখ নামজুল হক।
অভিযানের ১ম ধাপে পাঁচ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছেন চুনারুঘাট থানা পুলিশ।
মাদক বিরোধী অভিযানের ধাপ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার, শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট মধ্যবাজার থেকে ১২০ পিস ইয়াবাসহ শেখ শামীম (২২) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আসামপাড়া সীমান্ত থেকে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ চার মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদকব্যবসায়ীরা হল, সিরাজ (৩৮), মর্তুজ আলী (৪৫), চিনু মিয়া (৪৫), আব্দুল জলিল (৩৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ‘মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা সহ সবগুলো মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া হবে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিশেষ তালিকা তৈরি করেছি। সেই অনুযায়ী অভিযান চলছে। উপজেলায় কোনো মাদকব্যবসায়ীর স্থান হবে না।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি শেখ নাজমুল হক।