জনমত নিউজ : হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের সঙ্গে উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চুরি, ডাকাতি, মাদকসহ উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ওসি শেখ নাজমুল হক বলেন, ‘চুনারুঘাটকে যেকোনো মূল্যে চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ মুক্ত করা হবে। মাদক ব্যবসায়ীসহ অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।’
ওসি বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে। হয় মাদক ব্যবসায়ী থাকবে না হয় আমি থাকব। আমি যোগদানের পর থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদক, চোর, শীর্ষ ডাকাতসহ আসামি গ্রেপ্তার করেছি। এ ছাড়া ইতিমধ্যে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ মাসে অন্যান্য বছরের তুলনায় মামলা কমে গেছে। আশা করি, সকলের সহযোগীতা পেলে চুনারুঘাটকে দাঙ্গামুক্ত শ্রেষ্ট উপজেলা হিসেবে দাঁড় করাতে পারব। আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাদককের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ গ্রহণ করেছেন। দেশ থেকে মাদক উচ্ছেদ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
উপজেলার সব শ্রেণি পেশার লোকজনের কাছে সহযোগিতা আশা করে ওসি বলেন, ‘ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনারা আমাকে মাদকের তথ্য দিয়ে যাবেন, আমার সকল প্রকার সহযোগিতা আপনাদের প্রতি থাকবে।’
শেখ নাজমুল হক আরো বলেন, ‘আমার চ্যালেঞ্জ হচ্ছে মাদক মুক্ত চুনারুঘাট উপজেলা গড়ে তোলা। আপনাদের লেখনির মাধ্যমে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মাদক নির্মূলের ক্ষেত্রে কোনো তদবির চলবে না। এখন থেকে মাদককে যে প্রশ্রয় দেবে সে যদি আমার পুলিশও হয় কিংবা কোনো দলের হয়, আমার থানায় থাকতে পারবে না। আমাদের যে পরিমাণ পুলিশ নিয়োজিত রয়েছে তা দিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। তাই মাদক থেকে আমাদের উপজেলার মেধা ও প্রতিভাকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে, ছাত্রছাত্রী অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে।’
এদিকে পৌর শহরের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওসি বলেন, ‘এসব চুরি রোধে পুলিশের তৎপরতা বৃদ্ধি ছাড়াও এলাকাভিত্তিক পাহারা বসানো জরুরি হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদেরও তৎপর হওয়া দরকার। নইলে এসব চোরকে ঠেকানো যাবে না। আর এর সাথে কারা জড়িত, কে এমন আতঙ্ক সৃষ্টি করছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
আলোচনা শেষে সবার সম্মতিতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- পৌর শহরে রাত ১২টার পর থেকে সব দোকানপাট বন্ধ থাকবে, বাজারে পাহারাদার নিয়োগ করা ও শহরের বিভিন্ন গুররুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
এ সময় উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।