আজিজুল হক নাসির : চুনারুঘাট উপজেলার বগাডুবি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান চৌধুরীর অনুদানে ওই গ্রামের বগাডুবী আব্দুল মন্নান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস-ফার্নিচার, স্কুল ড্রেস প্রদান ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সোহেল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: খোরশেদ আলম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিন, শাহ জাহান চৌধুরীর বড় ভাই মুজিবুর রহমান শাহিন চৌধুরী ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা হোম চৌধুরী, রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম চৌধুরী, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবরায়, দক্ষিণ কালিশিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি দেবরায়, সহকারী শিক্ষক কামাল আহমেদ, সুলতানা মাহমুদ সীমা, জালাল উদ্দীন, মোঃ নজরুল ইসলাম, তানিয়া আক্তার, এসএমসি সদস্য জেসমিন আক্তার চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মা অভিভাবক বৃন্দ।
বক্তব্যে অতিথিগণ অনুদান দাতা জনাব শাহজাহান চৌধুরীর সর্বাঙ্গিক মঙ্গল কামনা করেন এবং প্রধান অতিথির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী শাহ জাহান চৌধুরী বগাডুবি গ্রামের মৃতঃ আকছির মিয়া চৌধুরীর পুত্র।