সভাপতি- আরজু, সম্পাদক- খায়ের, অর্থ সম্পাদক- প্রনথ ও সাংগঠনিক- আইয়ূব
রায়হান আহমেদ : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলার বড়জুষ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ৭৫ জন ব্যবসায়ী ভোটারের প্রত্যক্ষ ভোটে চুনারুঘাট থানা পুলিশের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে আশিকুর রহমান আরজু সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ আবুল কালাম পেয়েছেন ২২ ভোট।
সাধারণ সম্পাদক পদে আবুল খায়ের ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ আলী ২৫ ভোট ও অপর প্রার্থী ফারুক মিয়া পেয়েছেন ১০ ভোট।
অর্থ সম্পাদক পদে প্রনথ চন্দ্র সরকার ৩৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আইয়ূব আলী ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।
ওইদিন বেলা ২ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এতে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।