রায়হান আহমেদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির ভিত্তিতে সারা দেশের ন্যায় চুনারুঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার, এসআই শহীদুল ইসলাম সহ একদল পুলিশ উপজেলার চান্দপুর চা-বাগানের বেগমখান এলাকা থেকে মাদক পাচারকালে ২৪ কেজি গাঁজাসহ হরমুজ আলী(৩৫)কে আটক করেন।
হরমুজ আলী পৌরসভার চন্দনা গ্রামের আঃ হকের পুত্র।
অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।