অর্পিত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। নুসরাত ফাতিমা জানান, তিনি কাজ করতে পছন্দ করেন। সকল প্রকার কাজ সম্পন্ন করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ…
রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা শশী যোগদান করেছেন।
তিনি গত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। ইউএনও মঈন উদ্দিন ইকবালের শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
নুসরাত ফাতিমা ৩৪তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ম্যাজিষ্ট্রেড হিসেবে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ ও বর্তমানে চুনারুঘাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন।
নুসরাত ফাতিমা ঢাকা জেলার মিরপুরের মোঃ বশির উদ্দিনের কন্যা। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান মারুফ আমেরিকাতে ক্যান্সার বিষয়ে পিএইচডি করছেন।
তাঁর উপর অর্পিত সকল প্রকার কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য উপজেলাবাসীর নিকট সহযোগিতা চেয়েছেন তিনি।