রায়হান আহমেদ : সারা দেশের ন্যায় চুনারুঘাট বাজারে ব্যবসায়িরা পেঁয়াজ বিক্রি করছেন অধিক মূল্যে। এ অনিয়মের অভিযোগে শনিবারে এক ব্যবসায়িকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার আসামপাড়া বাজারের স্বপন স্টোরকে ১ এক লক্ষ টাকা জরিমানা করেন।
এসময় অবৈধভাবে বিপুল পরিমান পেঁয়াজ মজুদ করে রাখায় স্বপনের গুদাম এবং সোহেলের গুদাম সিলগালা করেন তিনি।