রায়হান আহমেদ : চুনারুঘাটে ইকরা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিড ডে- মিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে ইকরা উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ মুসলিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেলিওস হোল্ডিংস কোম্পানির এমডি শিল্পপতি এম.এ মালেক। বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক রায়হান আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিদের সংবর্ধনা প্রদান ও পরে মিড ডে-মিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।