চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার দূর্গাপুর রঘুরামপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার চৌকস অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাাংবাদিক এসআর রুবেল মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর বাজার কমিটির সেক্রেটারি আলহাজ্ব আঃ সাত্তার, আলোর পথে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক তালুকদার কাজল, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার মিয়া, চেরাগ আলী কলেজের অর্থনীতি প্রভাষক হাবিবুর রহমান তালুকদার খোকন, হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের ইংরেজী প্রভাষক আলমগীর হোসেন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান আহমেদ বিশিষ্ট মুরুব্বী আইয়ুব আলী, চেরাগ আলী, দুর্গাপুর গ্রামবাংলা ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক আঃ রহিম তাহির, একাডেমীর সিনিয়র সহকারি শিক্ষিকা সালমা আক্তার, সুবেদা আক্তার, বাশিরা আক্তার, আজিদা আক্তার, কামরুন্নাহার, সহকারী শিক্ষক নবিউর রহমান, ড্রাইভার রুহুল আমিন, মাসুক মিয়া, শামীম, মুখলেছ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার পূর্বে কোরআন তেলাওয়াত করেন মৌলভী মহিবুর রহমান। পরে মিলাদ পরিচালনা করেন, কাজিখিল মসজিদের ইমাম মাওলানা হাফেজ ফলক উদ্দিন।
আলোচনা সভা শেষে পিএসসি সকল পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।