জনমত নিউজ : হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি অটোরিক্সার ধাক্কায় কালা চাঁন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালা চাঁন হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের মৃত. নৃত্যা নন্দন দাশ ওরফে কাছন দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালা চাঁন হবিগঞ্জ থেকে চুনারুঘাটে রাজমিস্ত্রির কাজে যাওয়ার পথে একটি সিএনজি অটোরিকশা তাকে পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।