রায়হান আহমেদ : চুনারুঘাটের আমুরোড বাজার পরিচালনা কমিটি’র অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসান আলী মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মাষ্টার, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, কাচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম। উপস্থিত ছিলেন, উক্ত কমিটি’র নব-নির্বাচিত সহ-সভাপতি মোস্তাক আহমেদ আখনজী, সেক্রেটারি এমএ বাতেন, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ সহ ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর আমুরোড বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।