জনমত নিউজ :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আমরোড বাজারে একটি কুঁড়েঘর বসবাস করতেন সুখেরা( ৭০) তখন এলাকাতে ছিল প্রচন্ড হাড় কাঁপানো শীত। একদিন আমরোড বাজারে চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম এর নজরে আসে। মহিলাটি কেঁদে কেঁদে সাংবাদিকে বলেন এ হাড় কাঁপানো শীতে মনে হয় আর বাঁচবো না। বিষয়টি সাংবাদিক মীর জুবায়ের আলমের খুবই কষ্ট অনুভূতি হয়।তখন মহিলাটির ছবি তোলে জেলা প্রশাসক এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি যুক্ত করে একটি পোস্ট করেন। এবং পোস্ট টি হবিগঞ্জ জেলা প্রশাসক সহ সকলের নজরে আসে এবং জেলা প্রশাসক ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুভূতি প্রকাশ করেন। মহিলাটি কে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ মহিলাটি কে খুঁজতে থাকেন এবং সাংবাদিক মীর জুবায়ের আলম কে বলেন মহিলটি কে উপজেলায় নিয়ে আসেন, আমি তাকে শীতবস্ত্র দেব । তিনি আরো বলেন আপনারা সাংবাদিকগন হলেন দেশের আয়না আপনাদের সঠিক তথ্য মাধ্যমে এদেশের উন্নয়ন মুলক কর্মকর্তা কান্ড এগিয়ে যাবে । আর দূর হবে সমাজের অসংগতি এবং তিনি বলেন যে সমস্যা গুলো আপনাদের নজরে আসে আমাকে জানাবেন আমি আমি তাহা ব্যবস্থা গ্রহন করব।