চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কুখ্যাত ডাকাত ফয়সল মিয়া (৩২)কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ গোলচত্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত ফয়সল উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই কবির হোসেন নতুন ব্রীজ গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান গ্রেফতারের বিসয়টি নিশ্চিত করে জনমত নিউজকে জানান, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টের আসামী।সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সে সাজাপ্রাপ্ত আসামী বলেও জানান তিনি।