এসপি মোহাম্মদ উল্ল্যা’র বিশেষ উদ্যোগ
রায়হান আহমেদ : চুনারুঘাটে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে চা-শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানে এসপি মোহাম্মদ উল্ল্যার পক্ষে অসহায় চা-শ্রমিকদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন, চুনারুঘাট থানার চৌকস অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চা-শ্রমিক নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাকবৃন্দ, পুলিশ সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সামাজিক কর্মকান্ডে পুলিশের এ অগ্রসরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এর মধ্যে বিশেষভাবে এসপি মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সকলের মনে সমানভাবে প্রশংসিত হচ্ছে।