রায়হান আহমেদ : নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলায়ও একযোগে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার ময়নাবাদ মফিজ উদ্দীন চৌধুরী দাখিল মাদ্রাসায় বই বিতরণ করা হয়।
বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ি ও লন্ডন প্রবাসী মামুন চৌধুরী।
প্রভাষক সোহাগ হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, লন্ডন টাওয়ার হেমলেডের সাবেক মেয়র সফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, ধামালি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু সহ অন্যরা।
অনুষ্ঠানে ৪২৫ জন শিক্ষার্থীদের মাঝে সরকারি বই বিতরণ করা হয়।