রায়হান আহমেদ : অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চুনারুঘাট ইউএনও সত্যজিত রায় দাশের সাহসী অভিযান অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে বালু খেখুরা একদিকে তাদের পাকাপোক্ত অবস্থান হারাবে অন্যদিকে সাধারণ মানুষ পাবে স্বস্তি। পরিবেশ ফিরে পাবে তার আপন রূপ।
পরিবেশের শ্রী বৃদ্ধি কল্পে ফের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট উপজেলার পানছড়ি ও বদরগাজী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৬ টি ড্রেজার মেশিন ও ৪০০ মিটার প্লাষ্টিক পাইপ জ্বালিয়ে দেয়া হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উবাহাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া।