চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ী ইউনিয়নের একমাত্র দ্বিনী শিক্ষা প্রতিষ্টান কালাপুর শাহ্ জালাল আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ২০২০ সনের দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মিলাদ শরিফ ও দোয়ার মাহফিল মাদ্রাসা প্রতিষ্টাতা শেখ মোঃ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইমাম হোসাইন (রাঃ) সুন্নীয়া ট্রাকের চেয়ারম্যান হাফেজ শেখ মোঃ তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন অত্র ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারন সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কাইয়ুম তরফদার, চুনারুঘাট প্রেসক্লাবের প্রচার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান, সহসুপার মাওঃ শেখ মুশাহিদুল ইসলাম, মোঃ আব্দুল জলিল মাস্টার, মাওঃ শেখ মোঃ সাহিদুল ইসলাম, ছাত্রসেনা উপজেলা সভাপতি আব্দুল্লা আল মামুন ও আবুল কালাম মাস্টার প্রমূখ।
উল্লেখ্য মাদ্রাসাটি ২০০৩ ইং সনে প্রতিস্টার পর থেকে ইবতেদায়ী সমাপনী, জে ডিসি ও দাখিল নির্বাচনী পরিক্ষায় শত বাগ পাশসহ চুনারুঘাট উপজেলায় প্রথম স্থান হয়ে সাফল্যের ধারা বাহিকতা অব্যাহত রেখেছে।