রায়হান আহমেদ :
চুনারুঘাটে দু’টি রাস্তার ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদ হতে ঢেওয়াতলী সড়ক ও দেউন্দি টু শাহজিবাজার রাস্তা উদ্বোধন করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, সাটিয়াজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন সহ অন্যরা।
প্রসঙ্গত, রাস্তা দু’টি প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পাকাকরণ করা হবে।