চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মিলনের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় চুনারুঘাট পৌর পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা পরিষদ সদস্য ফরিদ মিয়া তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফ্ফার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইছ উল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস. এম. সুলতান খান, কাউন্সিলর লাল মিয়া, মহিলা কাউন্সিলর শাহেনা খাতুন, বকুল আক্তার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের, তাহের আলী প্রমুখ।
সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোঃ জালাল উদ্দিন।