চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে হেলিওস হোল্ডিংস কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মালেকের মাতার কুলখানি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নরপতি গ্রামের আব্দুল মালেকের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে বেলা ১১টায় থেকে আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেন এবং খাবার শুরু হয়।
উক্ত অনুষ্ঠান সফল করতে সম্পূর্ণ তদারকিতে ছিলেন, এমএ মালেকের ছোট ভাই আমেরিকা প্রবাসী মোঃ আব্দুর রউফ।
উক্ত দাওয়াতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যন লুৎফুর রহমান মহালদার, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মাধুবপুর সার্কেলের এএসপি নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ বাহার, হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক নাহিজ মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার উল গনি, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি কামরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান, এডঃ মিজানুর রহমান, লিটন চৌধুরীসহ বানিয়াচংয়ের রাজ বংশধর, ম্যাজিস্ট্রেড, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, পুলিশ, গ্রামবাসী এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত উক্ত শিন্নীতে উপস্থিত ছিলেন।