রায়হান আহমেদ : চুনারুঘাটে ১১টি ওয়ারেন্টভূক্ত আসামী আফরোজ মিয়া (২৭) কে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এএসআই কামাল হোসেন ও শরীফ হোসেন অভিযান চালিয়ে পলাতক আসামী বনদস্যু আফরোজকে মিরাশি ইউনিয়নের একঢালা গ্রাম থেকে গ্রেফতার করেন।
সে গাজীপুর ইউনিয়নের কবিলাশপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।
তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১ টি ওয়ারেন্ট রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, আফরোজ মিয়া বহু অপকর্মের হোতা ও বনদস্যু। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।