নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার সদর উপজেলায় টমটম উল্টে গিয়ে খাদে পড়ে নারী পুরুষ ৬ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বৈদ্যার বাজার এলাকার সুঘর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২ জনকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়েছে।বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, হবিগঞ্জ শহরের দুর্গাপূজায় অংশ নিতে বাহুবলের মউরি গ্রামের ও সাটিয়াজুরী গ্রাম থেকে নারী পুরুষ মিলে ৬ জন হবিগঞ্জ পুজামন্ডপে যাচ্ছিল। মিরপুর-ধুলিয়াখাল রোডের সুঘর নামক স্থানে আসলে টমটমটি উল্টে রাস্তার নিচে ধানী জমিতে পড়ে যায়। এতে ৬ জন আহত হয়। আহতদের মধ্যে দু’জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় লোকজন টমটমটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।