চুনারুঘাট প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন চুনারুঘাটের আবুল বাশার হেলাল। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র স্বাক্ষরিত এক পত্রে তাকে সদস্য পদে মনোনীত করা হয়েছে।
৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ১২ ধারা এর ৩ উপধারার বিধান অনুযায়ী আবুল বাশার হেলালকে কেন্দ্রীয় সদস্য পদ প্রদান করা হয়। বর্তমানে হেলাল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ ব্যবহার ও উক্ত পদে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, আবুল বাশার হেলাল চুনারুঘাট উপজেলার আহাম্মদবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন দেশে ও বিদেশের মাটিতে জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন।
এছাড়াও চুনারুঘাট উপজেলার আহাম্মদবাদ ইউনিয়নের সমাজকর্মী হিসেবে বেশ পরিচিত রয়েছে। এদিকে আবুল বাশার হেলাল চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের আজীবন সদস্য হিসেবে রয়েছেন। তিনি বর্তমানে দুবাই রাজনীতির পাশাপাশি ব্যবসায়ের সাথে জড়িত।
হেলাল তার এই দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চান।