মোস্তাক আহমেদ তরফদার মাসুম, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগষ্ট) সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন-শৃংখলা কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, নূরুল মোনিম চৌধুরী ফারুক, আলহাজ্ব ফজলুর রহমান তরফদার, মোঃ রমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, উপজেলা আইন-শৃংখলা কমিটির সদস্য সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুস ছামাদ মাষ্টার, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমেদ তরফদার মাসুম, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, মনিরুজ্জামান তাহের, মহিদ আহমদ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তে গরু চুরি বন্ধ ও মাদক চোরাচালান রোধ করতে বিজিবিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসনে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়