রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানের অসহায় শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।
মঙ্গলবার দুপুরে রেমা চা-বাগানের খেয়া ঘাটে শতাধিক শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, আমরা যদি যার যার অবস্থান থেকে গরীব-দুস্থদের পাশে দাঁড়াই তবে তারাও দু’মুঠো খেতে পারবে। এজন্য করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের তরে এগিয়ে আসার আহ্বান জানান সমাজের ধনাঢ্য ব্যক্তিদের।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) চম্পক দাম প্রমুখ।
প্রসঙ্গত, বাগানের স্টাফ-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধলে গত ৬মার্চ থেকে বাগানটিতে কাজ বন্ধ হয়ে যায় ও করুনা ভাইরাসের প্রভাবেও সারা দেশের ন্যায় জড়োসড়ো চা-শ্রমিকরা। এদের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে এসপি মোহাম্মদ উল্ল্যার এমন প্রয়াস প্রসংশার দাবীদার বলে মনে করছেন অনেকেই।