জনমত নিউজ : কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচার অভিযান প্রতিদিনের মতো চলমান।
সোমবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ১৩ ইস্ট বেঙ্গলের একটি পেট্রোল সকাল থেকে প্রচার অভিযান শুরু করেন। মাধবপুর উপজেলায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা এবং কোভিড-১৯ সংক্রমণ রোধ কল্পে ক্যাপ্টেন আসিফ ইকবাল এর নেতৃত্বে একটি পেট্রোল দল মাইকিং করে জনগণকে অবহিত করেন ।
এসময় তারা মাধবপুর বাজার, রতনপুর বাজারে ক্রেতা এবং বিক্রেতার মাঝে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং কাঁচাবাজারে ভীড় কমানোর জন্য কাঁচা বাজার কে বড় খোলা স্থানে স্থানান্তরিত করে ছোট ছোট দোকানে বিভক্ত করা এবং এক জায়গায় একাধিক দোকান খোলা না রেখে নির্দিষ্ট দূরত্বে দোকান খোলা রাখার জন্য প্রেষণা প্রদান করেন।
এছাড়াও মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে যানবাহনের অতিরিক্ত যাত্রী আরোহণ থেকে বিরত রাখে এবং বিশেষ জীবাণুনাশক স্প্রে যানবাহনে প্রয়োগ করেন। জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্ন জীবন যাপন করা, অযথা ঘরের বাইরে বের না হওয়া, নিজ বাসায় অবস্থান করার জন্য প্রেষণা প্রদান করেন।
এদিকে মসজিদে গিয়ে ইমাম সাহেবগনকে মাইকিং করে জনগণের মাঝে সচেনতা বৃদ্ধি করার জন্য প্রেষণা প্রদান করেন