রায়হান আহমেদ : চুনারুঘাটে সরকারি চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির চেষ্টার কারণে জালাল উদ্দিন মোল্লার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডের মকসুদ ট্রেডার্সে বিক্রি করার সময় থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ও ওসি তদন্ত চম্পক দামের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার, এএসআই বাতেন অভিযান চালিয়ে ২৮বস্তা চাল আটক করেন। এসময় চাল বিক্রেতা জালাল উদ্দিন মোল্লা ওরফে সাজেল পালিয়ে যায়। সে উপজেলার মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
চুনারুঘাট থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতি বস্তায় ৫০কেজি করে মোট ২৮বস্তা চাল আটক করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনে জালাল মোল্লার বিরুদ্ধে এসআই আজহার বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, জব্দকৃত চালগুলো কোনো ডিলারের নয়, বরং গ্রামের ক্ষুদ্র একজন ব্যবসায়ীর। সে সরকারি চাল মানুষের কাছ থেকে ক্রয় করে বিক্রি করার জন্য উল্লেখিত দোকানে নিয়ে গিয়েছিল। তবে এ ধরণের কাজও বেআইনি বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।