রায়হান আহমেদ : চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সজিব মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সজিব মিয়া ওই গ্রামের উস্তার মিয়ার ছেলে।
গত শুক্রবারে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে উপলক্ষ করে তাকে ছুরিকাঘাত করে একই গ্রামের নুর হোসেনের পুত্র ফয়সল মিয়া।
আশঙ্কাজনক অবস্থায় তাকে স্বজনরা তাকে প্রথমে চুনারুঘাট হাসপাতাল ও পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গত শুক্রবার বিকেলে সাজিব মিয়া কাজ শেষে বাড়িতে ঘুমাতে গেলে একই গ্রামের তার বন্ধু নুর হোসেনের ছেলে ফয়সাল একটি পাগলকে দিয়ে রাস্তার পাশে গান গাওয়াতে ছিল। সাজিব ঘর থেকে বেরিয়ে গান গাইতে বাড়ন করলে ফয়সাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধান করার আশ্বাস দেন স্থানীয়রা।
পরে কোন সমাধান না পেয়ে ক্ষোভে আজ রোববার সন্ধ্যায় ফয়সাল মিয়া তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে।”
তিনি আরো জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য অভিযান চলমান রয়েছে।”