রায়হান আহমেদ : দিনকে দিন বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জনজীবনে নেমে এসেছে অভাবের কালো রেখা। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর শ্রেণির মানুষজন। এদিকে দেশের অর্থনীতি ও খাদ্যের অভাব পূরণের কারিগর কৃষক সমাজ পড়েছেন বিপাকে। এ মহামারিতে সীমিত আকারে দোকানপাট ও কাঁচাবাজার খোলা থাকার কারণে কৃষকরা তাদের ফসল ঠিকমতো বিক্রি করতে পারছেন না। তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন সেনাবাহিনীর ১৩ ইস্ট বেঙ্গল টিম।
ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে সোমবারে চুনারুঘাট-মাধবপুরে কৃষকের মুখে হাসি ফোটাতে সবজি ক্রয় করছেন তারা।
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী। এর পাশাপাশি তারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের সবজি ক্ষেত এ উৎপন্ন শাকসবজি তাদের কাছ থেকে সরাসরি ক্রয় করছেন।
এর ফলে কৃষকরা তাদের শাক-সবজি সহজেই বিক্রি করতে পারছেন। এতে করে তাদের অতিরিক্ত কোনো খরচ হচ্ছে না।
১৩ ইস্ট বেঙ্গলের টহল সদস্যরা এই দুর্দিনে কৃষকদের এমন সহযোগিতা করার কারণে মনোবল ফিরে পেয়েছেন তারা।