চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে আওয়ামী লীগের দুর্দিনের কর্মী কাদির মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। দুর্দিনের এই কর্মীর খোঁজখবর নিতে গিয়ে তার পাশে দাঁড়ায়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীব ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমরানুল হাই সজীব।
কাদির মিয়াকে ঈদ উপহার সামগ্রী ছাড়াও থাকার জন্য ১টা চৌকি, তোশক, চাদর ও বালিশ তার বাড়িতে পাঠিয়েছেন। উনার ব্যবহারের জন্য ২টা লুঙ্গি, ২টা শার্ট ও প্রয়োজনীয় ঔষধপত্র পাঠানো হয়েছে।
দুই সহোদর রাজীব ও সজিবের মতো যদি অবস্থাশালীরা কাদির মিয়ার জন্য এগিয়ে আসেন, তবে তার জীবনের গ্লাণি মুছে সুখের বার্তা ফিরে আসতে পারে।
প্রসঙ্গত, ইতোমধ্যে তাদের উদ্যোগ ও অর্থায়নে উপজেলার ১০টি ইউনিয়নে ১ম ধাপে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। বর্তমানে ২য় পর্যায়ের বিতরণ চলছে।