মোঃ মিজানুর রহমান : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের প্রবাসী সোলায়মান হক চৌধুরী ও নাসিমা আক্তারের জৈষ্ট পুত্র মোঃ
জামিল আহমদ এবার দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্বের সাথে জিপিএ ৫ পেয়েছে।
জামিল রাজধানী ঢাকার কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। জামিল ইতিপূর্বে চুনারুঘাট উপজেলার গাতাবলা দাখিল মাদ্রাসা থেকে ও অষ্টম শ্রেনী থেকে সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছিল।
শিক্ষা জীবনের স্বপ্নের সিড়ি বেয়ে যেন সে একজন ভাল মানুষ হতে পারে এমনই শুভ প্রত্যাশা পিতা মাতা ও ছোট চাচ্চু জয়নাল আবেদিনের। তিন ভাইয়ের মধ্যে জামিলই বড়। সে দাদা দাদীর পহেলা নাতি হিসেবে ভেজায় খুশি দাদা দাদী পুরো আত্বীয় স্বজন।