রায়হান আহমেদ : রেড জোন ঘোষিত চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায়, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা, নির্ধারিত এলাকা ব্যতীত যত্রতত্র পার্কিং করার অভিযোগে চুনারুঘাট পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
অভিযানে ৪ টি মামলায় ৮হাজার ২শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান,
চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। উপজেলা প্রশাসন চুনারুঘাট এর পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলো। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন।