রায়হান আহমেদ : করোনা ভাইরাস মুক্ত হয়েছেন চুনারুঘাটের মহরম আলী।
মহরম আলী (৫০) চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মৃত হাফিজ উল্লাহর ছেলে। পেশায় তিনি পল্লী বিদ্যুতের মিটার রিডার কাম-মেসেঞ্জার পদে বড়লেখা জোনাল অফিসে কর্মরত।
গত ১৩ই জুন শনিবার মহরম আলীর কোভিড-১৯ পজিটিভ আসে। পরে ২১ই জুন তার ২য় স্যাম্পল পরীক্ষায় ফলাফল নেগেটিভ হয়। যার প্রেক্ষিতে তাকে ২২জুন চুনারুঘাট হাসপাতাল থেকে দশ দিন হোম কোয়ারান্টাইনে থাকার শর্তে ছাড়পত্র প্রদান করা হয়।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মোজাম্মেল হোসেন জানান, মহরম আলীর করোনা পজিটিভ হওয়ার পর আমরা তাকে হোম আইসোলেশনে থাকতে বলি ও প্রয়োজনীয় গাইড করি। পরপর দুই বার স্যাম্পলের ফলাফল নেগেটিভ আসায় আমরা তাকে দশ দিন হোম কোয়ারান্টাইনে রেখে ছাড়পত্র দিয়েছি।