রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে জরিমানা করা হয়েছে।
বুধবারে চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও এলাকায় বিনা অনুমোদনে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
এ সময় ১ টি মামলায় ৫০হাজার টাকা অর্থদণ্ড দেয়া করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। যারা সরকার অনুমোদিত বালুমহাল ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহন করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।