রায়হান আহমেদ : চুনারুঘাটে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল হাই রাজীব ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইমরানুল হাই সজীবের এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, সিএনজি মালিক সমিতির সেক্রেটারি মিজানুর রহমান সেলিম, পোস্টমাস্টার মিজানুর রহমান, যুবলীগ নেতা জুনায়েদ মিয়া, পৌর তাঁতীলীগের আহ্বায়ক বাবু মিহির পাল, সদস্য সচিব আব্দুল মালেক, চুনারুঘাট উপজেলা পরিষদ সি.এ ওয়াহিদুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যবসায়ি আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ, কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ অন্যরা।
প্রসঙ্গত, আরিফুল হাই রাজীব ও ব্যারিস্টার ইমরানুল হাই সজীব শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান চুনারুঘাটের কৃতিসন্তান বিচারপতি মোঃ আব্দুল হাই এর ছেলে। তাদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ইতোমধ্যে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ১ম ধাপে ১হাজার পরিবারের মধ্যে ও দ্বিতীয় ধাপে আরো ১হাজার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। আজ থেকে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।