রায়হান আহমেদ : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান
নির্বাচিত হলেন আলহাজ্ব শামসুজ্জামান শামীম।
চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের
মধ্যে তার পাইকপাড়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ
ইউনিয়ন নির্বাচিত হয়েছে।
আজ রোববার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদের
সভাকক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে বিশ্ব
জনসংখ্যা দিবস অনুষ্ঠানে তাঁকে এ সম্মানে
ভূষিত করা হয়।
এসময় তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন আয়োজক এবং অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার মোজাম্মেল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদাউস সহ অন্যরা।
প্রসঙ্গত, সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালামের বড় ছেলে শামসুজ্জামান শামীম। তিনি একাধারে পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাঁর উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন এজন্য তিনি সকলের নিকট দোয়া প্রত্যাশী।