1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপিতে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রায়হান আহমেদ : চুনারুঘাটে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা হয়েছে।

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাণীরকোট গ্রামের জরাজীর্ণ একটি কাঁচা রাস্তা সেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়েছে।

রাস্তা সংস্কারে ভূমিকা রেখেছে আর.এস.ডি.সি নামের একটি সংগঠন।

আহম্মদাাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুও আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলে জানা যায়।

সনজু চৌধুরী জানান, রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। তাই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও রাস্তা সংস্কারে সেচ্ছাশ্রমে নেমে পড়েন স্থানীয়রা। তাদের আমি ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, “আমি কিছুদিনের মধ্যে সংস্কার করার জন্য ৭-৮ টি রাস্তায় ইট-বালু প্রদান করেছি। আমার এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

     এই ক্যাটাগরীর আরো খবর