রায়হান আহমেদ : চুনারুঘাটে ধসে পড়া ত্রিপুরা পল্লী পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ত্রিপুরা পল্লীর ধসে পড়া তিনটি ঘর ও ঝুঁকিপূর্ণ কালভার্ট পরিদর্শন করেন তিনি। এসময় ধসে পড়া ঘরগুলোর পরিবারকে পুনর্বাসন করেন।
পরিদর্শনে সাথে ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, যুবলীগ নেতা আকাশ বর্মন। সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন, আধিবাসী নেতা সহ অন্যরা।
ওই জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই পাহাড়ি ঢলে ঘর-বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর জানান, তিনি জেলা সমন্বয় সভায় ত্রিপুরা পল্লী ধসে যাওয়া বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করবেন।