চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট যুব ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবারে চুনারুঘাট উপজেলার ২শতাধিক অসচ্ছল মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন জুয়েল, মীর মিন্টু, দাতা সদস্য পারভেজ আহমেদ, জয়নাল আহমেদ, কাওছার মিয়া সহ আরো অনেকে।
প্রসঙ্গত, এছাড়াও উক্ত সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে আসছে। করোনা ভাইরাসের শুরু থেকেই সংগঠনটি দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে। তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন জুয়েল।