রায়হান আহমেদ : ঈদের আনন্দ ভাগাভাগি করতে চুনারুঘাটে বিভিন্ন পর্যায়ের হতদরিদ্র, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আমকান্দি গ্রামে বসবাসরত ক্যান্সারাক্রান্ত জবার পরিবার, মিরাশী ইউনিয়নের বড়আব্দা গ্রামে বসবাসরত জেলখানায় মৃত্যুবরণকারী শাহীনের পরিবার সহ বিভিন্ন অসহায় পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পৌঁছে দিয়েছেন, চুনারুঘাট উপজেলা প্রশাসন।
কালেঙ্গায় অবস্থানরত ৫০টি পরিবারসহ উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।
রাতের আধারে ও দিনের বেলায় বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ পাল, পিআইও প্লাবন পাল ।
এদিকে দিনমজুর আক্কাসের বাড়িও রাতের আধারে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরে ঘরে পৌঁছানো প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার উপজেলা প্রশাসন চুনারুঘাটের একটি ক্ষুদ্র প্রয়াস, এটি অব্যাহত থাকবে।
পিআইও প্লাবন পাল জানান, আমরা চেষ্টা করছি, দরিদ্র পরিবারও যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। আমরা তাদের পাশে দাঁড়াতে প্রয়াস চালিয়েছি। তিনি আরো বলেন, উপহার সামগ্রীর মধ্যে ছিল- নগদ অর্থ এবং চাল ডাল লবণসহ ১৭ কেজি খাদ্য সামগ্রী।