চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি প্যানেল স্পীকার এডভোকেট মাহবুব আলী।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী এমপি মাহবুব আলী দলীয় নেতাকর্মীদের নিয়ে চুনারুঘাট উপজেলার পারকুল, রাণীগাও, মিরাশী, নরপতি, গাভীগাও, চুনারুঘাট পৌর এলাকার বাসুদেব বাড়ী, জাতীয় হিন্দু মহাজোট, কিশোর সংঘ, বড়াইলসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সাটিয়াজরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলূর রহমান তরফদার সবুজ, মাধবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি বাবু বেনু রঞ্জন রায়, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের শিল্প-বাণিজ্য সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, রাণীগাও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রইছ উল্লাহ মেম্বার, সাবেক মেম্বার আকছির মিয়া, তাহির মিয়া মেম্বার, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সোহেল আরমান, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, সাইদুুর আলমগীর, হিরন মিয়া, শাহজাহান ছামি, উপজেলা তাতীলীগ আহবায়ক কবীর মিয়া খন্দকার, সায়েম তালুকদার, সাজিদ আহমেদসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।