চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও আশ্রায়ন ও গুচ্ছ গ্রামে সাড়ে ৩৬ লক্ষ টাকার ব্যয়ে বিদ্যুৎ লাইন উদ্ভোধন করা হয়েছে। চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আহম্মদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট-মাধবপুরের সাংসদ এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের । এতে যথাক্রমে উপস্থিত ছিলেন চুনারুঘাট পল্লীবিদ্যুৎ সমিতির ডিজি এম কাজী শওকাতুল আলম, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌ: উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী, দপ্তর বিষয়ক সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী আহমদ আলী নূর (মহালদার), আওয়ামীলীগ নেতা মাখন চকদার, রফিকুল ইসলাম, চুনারুঘাট কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক এম এস জিলানী আখনজী, গুচ্ছগ্রাম নেতা আলপি মিয়া ও চাঁন মিয়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: মিজানুর রহমান (মিজান)। উল্লেখ্য’যে ১৬০ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়ায় গুচ্ছগ্রামের দ্ররিদ্রদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।