রায়হান আহমেদ : স্বাস্থ্যবিধি অমান্য ও যানজট নিরসনে চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার বিকেলে চুনারুঘাট পৌর এলাকায় যানজট নিরসনে, রাস্তার পাশে যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা, লাইসেন্স ও ফিটনেস বিহীন গাড়ি চালানো এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানার পুলিশের একটি দল।
প্রসঙ্গত, অভিযানে সর্বমোট ১২ টি মামলায় ৬হাজার একশত টাকা জরিমানা করা হয়।